ঘোড়াশালে অগ্নিকান্ডে পুড়ল বসত বাড়ি

পলাশ(নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে অগ্নিকান্ডে একটি টিনশেড বাড়ির ৫টি কক্ষ আগুনে
পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার
পাইকসা গ্রামের আলতাব মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ অগ্নিকান্ডের
ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আলতাব মিয়া।
বাড়ির মালিক আলতাফ মিয়া জানান, ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা
গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে তার ভাড়াটিয়া বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে
২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে পুড়ে য়ায়
বাড়ির ৫টি কক্ষ। এতে বাড়ির ৫টি কক্ষের আসবাবপত্র সহ প্রায় ৬ লক্ষাধিক
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান,
অগ্নিকান্ডের খবর পেয়ে ২টি ইউনিটের চেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন
নিয়ন্ত্রণে নিয়ে আসি। এ আগুনে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায়।
এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও ৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান,
অগ্নিকান্ডের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত
করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।