Uncategorized সারাদেশ

জামালপুরে চাকুরীতে পুনর্বহালের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ জেলাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ জামালপুর।

আজ, বুধবার (২৭ নভেম্বর) সকালে শহরের ফৌজদারি মোড়ে বিডিআর কল্যাণ পরিষদ জামালপুর এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাবেক সিপাহি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী বক্তব্য রাখেন জেল বন্দী মোশাররফের মা মিলন নাহার, জেলবন্দী মোশাররফের ছোট বোন মোছা: শিলা আক্তার, জেল বন্দী জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী, বিডিআরের সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক ল্যা: নায়েক আমিনুল ইসলাম, ল্যা: নায়েক মোশাররফ হোসেন, সাবেক সিপাহি মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, এরশাদ হোসেন প্রমুখ।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,