জামালপুরে চাকুরীতে পুনর্বহালের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ জেলাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ জামালপুর।
আজ, বুধবার (২৭ নভেম্বর) সকালে শহরের ফৌজদারি মোড়ে বিডিআর কল্যাণ পরিষদ জামালপুর এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক সিপাহি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী বক্তব্য রাখেন জেল বন্দী মোশাররফের মা মিলন নাহার, জেলবন্দী মোশাররফের ছোট বোন মোছা: শিলা আক্তার, জেল বন্দী জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী, বিডিআরের সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক ল্যা: নায়েক আমিনুল ইসলাম, ল্যা: নায়েক মোশাররফ হোসেন, সাবেক সিপাহি মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, এরশাদ হোসেন প্রমুখ।।