সারাদেশ

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে বসে থাকা নোমান গাজীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মারুফ। বিষয়টি নিশ্চিত করেছে আহত নোমানের ভাই এমরান গাজী।
আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে।
আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মারুফ ওরফে কসাই মারুফকে মাদক বেচাকেনায় বাঁধা দেয় নোমান সহ স্থানীয়রা। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয়দের দেখে নেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মারুফ গাজী এন্টারপ্রাইজে হামলা চালায় এবং তার ভাই নোমানকে হাতে ও পেটে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুরি রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মারুফের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও  রিসিভ করেননি তিনি।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন,  আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,