রাজনীতি

জয়পুরহাটে জামিন নিতে গিয়ে আটক হলেন আওয়ামী লীগের ২ প্রভাবশালী নেতা

জাহিদুল ইসলাম জাহিদ,স্টাফ রিপোর্টার জয়পুরহাট।
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মশিউর রহমান ও নুরুন্নবী আদালতে হাজিরা দিতে এসে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে।
মঙ্গলবার (২২মে ) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মজিবুর রহমান এ নির্দেশ দেন ।

আসামিরা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম (৩৬) এবং মামুদপুর ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী রতন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি (পিপি) অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের পলাতক আসামী মশিউর রহমান শামীম ওই ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি নুরুন্নবী চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিশাল, মেহেদী হত্যা ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
তারা আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ তারা জয়পুরহাট আদালতে হা‌জির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু জোরালো আবেদনে আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

You may also like

রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা
Uncategorized রাজনীতি

পিরোজপুরে জিয়া মঞ্চের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায়