শিক্ষাঙ্গন

দীর্ঘ ৩২ বছর পর কোম্পানীগঞ্জে শিক্ষক সমিতির নির্বাচন।

আবদুর রহিম: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা কোম্পানীগঞ্জ উপজেলা শাখা কমিটি- ২০২৫ এর সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম নির্বাচিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে সংগঠনটির বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ৩টি বুথে ভোটারেরা সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়।

বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন মাঈন উদ্দিন ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলায়েত হােসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শাখার ভোটারের সংখ্যা ৫৪৭ জন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হয়েছে।

নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহম্মেদ
গণমাধ্যমকে বলেন, আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখা নির্বাচন সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সকল সদস্য মিলেই এই সংগঠন। আমরা অতীতের মতোই এই সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবো। আশা করি, সকলকে নিয়েই প্রাথমিক শিক্ষক সমিতি সকল সদস্যদের স্বার্থে জোরালো ভূমিকা রাখতে পারবো।

নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন মাঈন উদ্দিন নির্বাচন কমিশন,এবং প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর