ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার।

ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার।ছাগলনাইয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০১ কেজি গাঁজাসহ ০১ জন আসামীকে গ্রেফতার করে।ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর দিক নির্দেশনায়,অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন রাশেদ সঙ্গীয় ফোর্সসহ ছাগলনাইয়া থানাধীন রাধানগর ইউনিয়নস্থ পূর্ব মধুগ্রাম সাকিনের কই চৌধুরী বাড়ী রাস্তার মাথায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ ইমাম হোসেন বাপ্পি(১৮),পিতা:মোঃ মুক্তার হোসেন বাবুল, মাতা:জোসনা বেগম,ঠিকানা:স্থায়ী:গ্রাম-পশ্চিম ছাগলনাইয়া পূর্ব অংশ আব্দুর রবের ভাড়াটিয়া ৫নং ওয়ার্ড,(ছাগলনাইয়া পৌরসভা),উপজেলা-থানা- ছাগলনাইয়া,জেলা-ফেনী,বাংলাদেশ এর হেফাজত হইতে ০১(এক) কেজি গাঁজাসহ ১৫ তারিখ রাতে গ্রেফতার করে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২