মহেশপুরে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রজম আলী (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পাতিবিলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত রজম আলী ওই গ্রামের মৃত সুলতান প্রধানিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সকালে একই এলাকার আবুল খায়েরের বাড়ীতে রজম আলী ও মন্টু মিয়া মাটি কাটার শ্রমিক হিসাবে কাজ করতে যায়। কাজের বিরতির এক পর্যায়ে বাড়ীর মালিক তাদেরকে ঝালমুড়ি খেতে দেয়। প্রচন্ড গরমে ঘাম শরীর শুকাতে সিলিং ফ্যানের পাশাপাশি তিনি সেখানে থাকা স্টান টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎয়াতি হয়ে ফ্যান নিয়ে মাটিতে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রমিক মন্টু মিয়া বলেন, প্রচন্ড গরমে দুজনে মাটি কাটার কাজ করছিলাম বাড়ীর মালিক তাদেরকে একটু রেস্ট নিতে বলে ভাজা মুড়ি খেতে দেয়। রজম আলীর একটু শরীর স্বাস্থ্য ভালো হওয়ায় তার বেশি গরমে সিলিং ফ্যানের পাশাপাশি স্টান টেবিল ফ্যান চালু করতে গেলে ফ্যান সহকারে মাটিতে পড়ে যায়। ফ্যানের তার মুখের ওপর পড়ে কান মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রজম আলীকে মৃত ঘোষনা করে।
নিহত রজম আলীর ছেলে হাচান আলী জানান, সকালে মন্টু কাকার সাথে তার বাবা একই এলাকার খায়েরের বাড়ীতে কাজে যায়। কিছুক্ষন পরে শুনতে পাই আমার বাবা বিদু্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে।
মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদ হোসেন জানান, বিদ্যুতের লাইন দিতে গিয়ে এক জনের মুত্যুর ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।