মোটর সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি জাহিদ

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইাদহের মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ার মমতাজ খাতুনের ছেলে জাহিদ হাসান (২০) গত বৃজস্পতিবার (১৫/৫/২০২৫) সকালে টিভিএস লাল/কালো রঙের মোটর সাইকেল নিয়ে ঝিনাইদহের উদ্দেশে বাড়ী থেকে বেড় হয়। এর পর থেকেই জাহিদ হাসান নিখোাঁজ রয়েছেন। এমন কি তার ব্যবহারিত মোবাইল ফোন (০১৪০৩- ০৪০৫৩১) নম্বর টিও বন্ধ রয়েছে। তার মা মমতাজ খাতুন বিভিন্ন স্থানে খোঁজা খুজির পরও তার ছেলে জাহিদ হাসানের কোন সন্ধ্যান পায়নি।
এ ঘটনায় মহেশপুর থানায় একটি সাধারণ জিডি করেন তার মা মমতাজ খাতুন। যার জিডি নং- ১১৯৩,তারিখঃ ২২/৫/২০২৫ইং।