সরিষাবাড়ীতে ডিএনসি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক ০৫
রুমান শাহরিয়ার, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ০৫জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(২৭শে মে) রাত ০২টা থেকে ভোর ০৫টা পর্যন্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া ও পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকা থেকে ০৫জনকে আটক করা হয়েছে।
এসময় অভিযানে ১১.৫কেজি গাঁজা, ০১টি দেশীয় অস্ত্র চাপাতি ও ০১টি চাইনিজ রিং, ০৯টি লাইটার, ০৪টি ইন্ডিয়ান খালি মদের বোতল ও ০২লিটার চোলাইমদ পাওয়া যায়।
এসময় আটককৃতরা হলেন, কান্দারপাড়া গ্রামের মৃত. মোঃ সুমন শেখের ছেলে মোঃ চান মিয়া(৭০) , একই গ্রামের মৃত. মোঃ গাজী রহমানের ছেলে মোঃ ফরহাদ(৩৮), পিংনা গ্রামের মোঃ শুভ’র ছেলে মোঃ তনু ও মোঃ অন্তর ও মোঃ মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ নাঈমুর রহমান(১৮)।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) এর পরিদর্শক জনাব মো: নজরুল ইসলাম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ০২টিমামলা দায়ের করে কোর্টে প্রেরণ করেন।
এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও আমাদের একটি টিম অভিযান পরিচালনা করলে মাদ্রকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ০৫জনকে আটক করে।
এসময় তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।