সারাদেশ

কমলগঞ্জে ১৭৩ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভিজিএফ কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ১৭৩ জন হতদরিদ্র পরিবারকে ৯০ কেজি করে চাল প্রদান করা হয়। এতে মোট বিতরণ হয় ১৫ হাজার ৫৭০ কেজি চাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা। তিনি বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন প্রত্যেক প্রকৃত উপকারভোগী ন্যায্য প্রাপ্তি নিশ্চিতভাবে পান।”
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শহিদুর রহমান, আব্দুল আহাদ, ইউপি সদস্য হায়দার আলী, জসিম উদ্দিন, আবুল হোসেন, তবিরুন নেছা, ও সত্যজিত সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি বরাদ্দ অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিত চলবে। যাতে কেউ বঞ্চিত না হন, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিজিএফ কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক বণ্টন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।
উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করে সরকার। এটি বিশেষত ঈদ ও উৎসবমুখর সময়গুলোতে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,