সারাদেশ

পটুয়াখালীর অসহায় বৃদ্ধা মায়ের পাশে র‍্যাব-৮

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ৯০ উর্ধ্বো এক অসুস্থ, সহায় সম্বলহীন ও ভূমিহীন বৃদ্ধা লাল বরু (স্বামী: চাঁন খাঁ)-এর মানবেতর জীবনের হৃদয়বিদারক চিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮ (র‍্যাব-৮) বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয়। (১ জুন) রোববার সকাল ১০টায় র‍্যাব-৮ এর একটি প্রতিনিধি দল সরাসরি ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করে।

 

গত ৩০ মে ২০২৫ তারিখে বিভিন্ন অনলাইন ও সংবাদমাধ্যমে ৯০ উর্ধ্বো বৃদ্ধা লাল বরুর অসহায় অবস্থার তথ্য প্রকাশিত হলে র‍্যাব-৮ এর নজরে আসে বিষয়টি। দ্রুত র‍্যাব নিজস্ব মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে নিশ্চিত হয় যে, বৃদ্ধা লাল বরু চরম দারিদ্র্য, অসুস্থতা ও সহায়-সম্বলহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

 

র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, এ ঘটনায় মানবিক উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। এরপর র‍্যাব-৮ এর সিপিসি-১, পটুয়াখালী ইউনিট বৃদ্ধার জন্য ঈদ উপহার সামগ্রী, একটি পালনযোগ্য ছাগল, নতুন কাপড়, খাদ্যদ্রব্য, শোবার উপযোগী বিছানাপত্র এবং গৃহস্থালি তৈজসপত্র পৌঁছে দেয়।

 

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান বলেন, “র‍্যাব শুধুমাত্র অপরাধ দমনেই নয়, বরং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে যাচাই করি এবং বৃদ্ধা লাল বরুকে সহযোগিতা করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু দিই। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

তিনি আরও বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সব সময় জনগণের পাশে থাকতে চাই। র‍্যাব জনগণের বিশ্বাস ও আস্থাকে সম্মান করে এবং সেই বিশ্বাসেই আমরা এগিয়ে যেতে চাই।”

 

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশজুড়ে জঙ্গিবাদ, মাদক ও অস্ত্রবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি তারা সমাজসেবামূলক ও মানবিক কাজেও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে আসছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা বাড়িয়ে তুলছে।

 

বৃদ্ধা লাল বরুর মুখে র‍্যাবের সহায়তায় ফুটে উঠেছে হাসি—একটা বিশ্বাস, যে রাষ্ট্রীয় বাহিনী কেবল কঠোরতার প্রতীক নয়, বরং করুণারও হাত বাড়িয়ে দিতে জানে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,