নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে সংবাদ সম্মেলন।

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের তলবী সভার মাধ্যমে ঘোষিত নতুন কমিটিকে অবৈধ বলে দাবী করলেন সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান রিপন।
আজ রাত ৯.৪৫ মিনিটে গাইবান্ধা স্ট্যান্ডের তিনমাথা মোড়ে আব্দুল মোতালেব সরকার বকুলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবী করেন।
তিনি আরো জানান, উপজেলা জামায়াতের প্রত্যক্ষ মদদে পথভ্রষ্ট কিছু শ্রমিক ষড়যন্ত্র করে এই কমিটিটি ঘোষণা করেছে। এক প্রশ্নোত্তরে তিনি সাংবাদিকদের জানান পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আমাদের এই সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করেছেন, যা তিনি করতে পারেন না।
সংবাদ সম্মেলনের ফাঁকে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল সাংবাদিকদের জানান, “আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না, আমরা চাই সুষ্ঠু সমাধান।
উল্লেখ্য, আজ ১ জুন পলাশবাড়ী পানি উন্নয়ন বোর্ড অফিস মাঠে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশ তলবি সভার মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক কমিটি ঘোষণা করে।