সারাদেশ

ঠাকুরগাঁওয়ের  জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি :
 আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নে ২০০ জন অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ প্রদান শেষে ব্রি-ধান-৭৪ জাতের ভিত্তি বীজ বিতরণ করা হয়।
 অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃআরিফ হোসেন,
অনুষ্ঠানে বড়গাঁও ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্ট ও অন্যান্য কর্মকর্তাসহহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,