সারাদেশ

কর্ণফুলীতে পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার

কর্ণফুলী প্রতিনধি, চট্টগ্রাম ঃ
চট্টগ্রামের  কর্ণফুলীতে একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার চরপাথরঘাটার ব্রিজঘাট এলাকার এস আলম মাঠের ভেতরে থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল থাকার খবর পেয়ে পুকুরটিতে তল্লাশি চালানো হয়। এসময় সেখান থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এসব মোটরসাইকেল সদরঘাট ডাম্পিং স্টেশন থেকে লুট করা হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোবারক হোসেন বলেন, ব্রীজঘাট এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেগুলো আইনি প্রক্রিয়ার জন্য থানায় আনা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,