সারাদেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার যুবলীগ নেতা রবিন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় রবিন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০জুন) রাতে মহানগর ডিবি পুলিশের সহযোগিতায় বাকলিয়া
এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রবিন নগরীর বাকলিয়া থানাধীন,বেবীর বাড়ী ২নং রোড বাস্তহারা,মৃত মোঃ দিলদার ও মাতা নুর বেগম ছেলে,সে চট্টগ্রাম অটোটেম্পু শ্রমিক ইউনিনের সাধারণ সম্পাদক।
যুবলীগ নেতা রবিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।তিনি বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে চান্দগাঁও থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি রবিন।তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত,যুবলীগ নেতা রবিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চাঁদাবাজি,মাদক, হত্যা,মারামারি,অপহরণ সহ বেশ কিছু মামলা রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,