অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

মোঃজায়েদ হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
দশমিনা উপজেলায় মোঃ নুহাত বেপারী নামে এক যুবকের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করছে দশমিনা নৌপুলিশ ফাঁড়ি।
শনিবার (২১ জুন ) দুপুর ১ টার টায় দিকে উপজেলার সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের কাটাখালি গ্রামের একটি পরিত্যক্ত ইটের ভাটার উত্তর পাশে তেতুলিয়া নদীর তীরে ওই মৃতদেহটি উদ্ধার করে দশমিনা নৌ পুলিশ ফাঁড়ি।
মৃত্যু নুহাত বেপারী ভোলার জেলার লালমোহন উপজেলার, বদরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রেজাউল করিমের বেপারীর ছেলে। পেশায় তিনি জেলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরের ১টার দিকে ওই এলাকায় কিছু স্থানীয় জেলেরা নদীতে মস্য সংগ্রহ করার উদ্দেশ্যে রওনা দেয় তখন তারা দেখতে পায় নদীর তীরে মানুষের দেহের মতো কিছু একটা পড়ে আছে। পরে তারা দশমিনা নৌ পুলিশ ফাঁড়িকে ফোন দিলে ঘটনাস্থলে তাৎক্ষণিক নৌ-পুলিশ একটি মৃতদেহটি উদ্ধার করে দশমিনা হাজির হাট এলাকায় নিয়ে আসে। ঐ ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ওই যুবকের পরিচয় শনাক্ত করে স্বজনরা।
মৃত নুহাতের ভাই বাহাদুর জানান,গত বৃহস্পতিবার বিকেলবেলা প্রতিদিনের ন্যায় তেতুলিয়া নদীতে ভাই ও স্বজনদের সাথে মৎস্য আহরণে গিয়েছিলেন নুহাত বেপারী। হঠাৎ ঐদিন বিকেল বেলা বাউফল উপজেলার বগী এলাকার নদীতে ঢাকা পায়রা বন্দর নৌ রুটের জামাল ৮ লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় তাদের জেলের নৌকা। এ সময় তাদের সঙ্গে ছিলেন চারজন বাকি তিনজন একজন সুস্থ অবস্থায় ও দুইজন আহত অবস্থায়উদ্ধার করতে পারলেও নুহাতকে উদ্ধার করতে পারেনি। এরপরে তারা বহু খোঁজাখুঁজির পরে শনিবার দুপুরের দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে দশমিনা এই অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে, এরপরে দশমিনা থানা নৌ- পুলিশ আমাদের কাছে ফোন দিয়ে বিষয়টি জানালে আমরা এখানে আমাদের ভাইয়ের লাশ দেখে সনাক্ত করতে পেরেছি।
দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস জানান,গত বৃহস্পতিবার আমাদের কাছে সংবাদ আসে বাউফল উপজেলার বগীর ওই পারে জামাল ৮ লঞ্চের সাথে একটি জেলের নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায় এ সময় ওই ট্রলারটিতে চারজন জেলে রয়েছে তিনজন উঠতে পারে একজন নিখোঁজ হয়ে পড়ে। আর আজ দুপুরে আমি ফোন পাই কাটাখালির নদীর তীরে একটি যুবকের লাশ পাওয়া গেছে। পরে আমরা ঘটনা স্থলে এসে লাশের প্রাথমিক সুরাতল রিপোর্টের মাধ্যমে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করি।পরে কালাইয়া নৌ পুলিশের মাধ্যমে যাদের লাশ নিখোঁজ হয়েছে তাদেরকে সংবাদ দেই।এখন তারা লাশ সনাক্ত করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।