সারাদেশ

যশোরের চৌগাছায় গৃহবধুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ফাতেমা খাতুন (৩২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। তিনি পৌরসভার কালিতলা মহল্লার সোহাগ হোসেনের স্ত্রী। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সে আত্মহত্যা করে।
নিহতের স্বজন ও থানা সূত্রে জানা গেছে, রোববার সকালে স্ত্রীর সাথে স্বামী সোহাগ হোসেনের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর সোহাগ হোসেন বাড়ি হতে বের হয়ে চৌগাছা বাজারের দিকে চলে আসেন। এই সুযোগে স্ত্রী ফাতেমা খাতুন লোক চক্ষুর আড়ালে নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পিচেয়ি গলায় ফাঁস দেয়। পরবর্তীতে পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,