সারাদেশ

চুলকাটি প্রেসক্লাবের ফার্ণিচার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের ফার্ণিচার সামপ্রী বিতরণ করেছেন।
সোমবার (২৩ জুন) বিকালে চুলকাটি প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে এবং আমার দেশ পত্রিকা’র বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান।
এডিপি/বিএডি/এসএডি ২০২৪-২৫/১নং ওয়ার্ড প্রকল্পের আওতায় খানপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক বরাদ্দকৃত ফার্ণিচার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফার্নিচার সামগ্রীর মধ্যে রয়েছে দুইটি টেবিল, সাতটি চেয়ার এবং একটি কেবিনেট ফাইল।
এসময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাবেক সভাপতি শেখ মিজানুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, অমিত কর বিলাস, বিপুল দেবনাথ, মজনু শেখ, রিয়াদ মোড়ল, রুম্মান মাহমুদ শৈশব, তরিকুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাগেরহাটের উন্নয়নমূলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,