সারাদেশ

শরীয়তপুর সদর হাসপাতালে দূর্নীতি প্রমাণ পেলো দুদক

মুহাম্মদ বরকত মোল্লা
শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে চলাকালে এক রোগীর কাছে চিকিৎসকের চিকিৎসার জন্য টাকা দাবীসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় কথা জানায় দুদক।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, শরীয়তপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দালালদের দৌড়াত্ম ও একইসাথে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ অভিযোগ উঠে। পরে সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন। এসময় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবী করেন বলে অভিযোগ উঠে। পরে অভিযোগের সত্যতা পায় দুদক। একই সাথে এক রোগীর কাছ থেকে ১৩০০ টাকার বিনিময়ে চিকিৎসাসেবা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া হাসপাতালের রন্ধনশালায় রোগীদের জন্য বরাদ্দ মিনিকেটে চালের পরিবর্তে কমমূল্যের মোটা চাউল ব্যবহারের সত্যতা পায় দুদক।

অনিয়মের উঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
এসময় দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান পরিচালনা করি। অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এসময় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। এছাড়া খাদ্যে নিম্নমানের চাল ব্যবহারের বিষয়টি গুরুতর। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,