সারাদেশ

কর্ণফুলীতে বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা 

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম
অস্বাস্থ্যকর পরিবেশে, মূল্যতালিকা, উৎপাদন এর তারিখ, মেয়াদ ইত্যাদি উল্লেখ না থাকা,বেকারি পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার কারণে আনোয়ার ফুড এন্ড কনফেকশনারি নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১১ ডিসেম্বর (বুধবার) দুপুরে উপজেলার শিকলবাহা মাস্টারহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মাসুমা জান্নাত নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও)মাসুমা জান্নাত বলেন,
শিকলবাহা মাস্টার হাটে আনোয়ার ফুড এন্ড কনফেকশনারি নামের একটি বেকারি দোকানে উৎপাদন তারিখ ,মেয়াদ ইত্যাদি উল্লেখ না থাকা,বেকারি পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,