একাদশ শ্রেণীর শিক্ষার মানোন্নয়নে আশেক মাহমুদ কলেজে অভিভাবক মতবিনিময় সভা
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার মানোন্নয়নকল্পে শিক্ষার্থীদের অভিভাবকগনের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(বৃহস্পতিবার) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ আব্দুল হাকিম, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম মোঃ শামসুজ্জামান ভুঁইয়া।
এ সময় মতবিনিময় সভায় অভিভাবকদের উদ্দেশ্য সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। আপনাদের ছেলে মেয়েদের
পড়াশোনার ব্যাপারে তদারকি করা সহ কলেজ শেষে আপনার সন্তান কোথায় কী করছে ও ক্লাসে উপস্থিত হচ্ছে কি-না এ ব্যাপারে আপনাদের সজাগ দৃষ্টি রাখা জরুরি।
আমি আশা করবো শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হবে ও তাদের পড়াশোনার জন্য যেকোনো সহায়তার প্রয়োজনে সরাসরি জানাবে।
অভিভাবকগণও কলেজের প্রতি এই ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের অনুরোধ জানিয়ে কলেজ প্রশাসনকে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।।