সারাদেশ

স্মরণকালের সেরা নির্বাচন করবে সরকার -উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

প্রতিনিধি
জামালপুর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার স্মরণকালের সেরা নির্বাচন উপহার দিবে।

মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আমাদেরকে বলেছেন আমরা সর্বকালের সেরা নির্বাচন উপহার দিবো সে লক্ষ্যে সবাই কাজ করবেন।
দেশের জনগণের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন,আপনারা যাকে খুশি তাকে নির্বাচিত করুন তবে এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি মেয়াদ শেষে পালিয়ে যায়।

আজ,শুক্রবার (৪ জুলাই) দুপুরে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ গ্যাসকুপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

১৪০ কোটি টাকা ব্যায়ে জামালপুরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে বাপেক্স।মাদারগঞ্জের তারতাপাড়া এ গ্যাসকুপে ১০ দশমিক তিন বিলিয়ন ঘনফুট গ্যাসের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছে বাপেক্স, এতে ৭ দশমিক দুই বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব। যা ১১শ কোটি টাকার এলএনজির ব্যবহারের সমান হবে।

সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টা ফাওজুল কবির গ্যাস সংকটের সমস্যা স্বীকার করে বলেন,
আপনারা জানেন গ্যাস সংকটে শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে, তাই বাপেক্স গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।
অনেকেই বলে থাকেন বাপেক্স দুর্বল, তারা কাজ করতে পারে না। বাপেক্সের কাজ করে তাদের যোগ্যতা দেখানোর সুযোগ তৈরি হয়েছে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, সরকার তেল-গ্যাস অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে।
সোলার পাওয়ার নিয়ে সরকার আলাদা গুরুত্ব দিচ্ছে।
মাদারগঞ্জে সোলার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট সম্পর্কে তিনি জানবেন বলে জানান ফাওজুল কবির।

তিনি বলেন, ২০০৮ সালে তিনি জ্বালানি সচিব থাকতে জামালপুরে এসেছিলেন, এবার এসে দেখেন সেই আগের মতোই। তবে জামালপুরে ৬০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ কোথায় হলো? এত টাকার কাজ ঠিকভাবে হলে ত জামালপুর চেনা যেতো না।

এত টাকা খরচ করে যদি কাংখিত গ্যাস উত্তোলন করা সম্ভব না হয় সেক্ষেত্রে ১৪০ কোটি টাকা খরচের কী হবে এমন প্রশ্নে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, টুডি, থ্রিডি মডেলে গ্যাস অনুসন্ধান করে এবং আরও সম্ভাব্য জায়গায় গ্যাস অনুসন্ধান করবে তারা।

এ বিষয় নিয়ে মঞ্চে উঠে আবারও কথা বলেন উপদেষ্টা। সরকারের অর্থ নিয়ে অনিয়ম বা দুর্নীতির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা নাসিরউদ্দিন হোজ্জার গল্প বলেন।

হোজ্জা এক শুক্রবার জুমা’র নামাজে যাওয়ার আগে দেখেন স্ত্রী কাবাব বানাচ্ছে, কাবাবের গন্ধ তার নাকে এসেছিল।নামাজ শেষ করে এসে খেতে বসে কাবাব না পেয়ে জিজ্ঞেস করে স্ত্রীকে।

স্ত্রী তাকে জানায় সব কাবাব বিড়ালে খেয়ে ফেলেছে।
তখন হোজ্জা বলেন, বিড়াল মেপে দেখবো।
বিড়াল মেপে দেখেন স্বাভাবিক বিড়ালের ওজনই আছে।

তখন হোজ্জা তার স্ত্রীকে প্রশ্ন করেন,
কাবাবের ওজন থাকলে বিড়ালের ওজন কই, আর বিড়ালের ওজন থাকলে কাবাব কই গেলো।
অর্থাৎ হোজ্জার স্ত্রী ওই কাবাব খেয়ে ফেলেছে।

বাপেক্স এবং সরকারের অন্য কর্মকর্তারা যেন এমন কোন কাজ না করে সেজন্য তিনি সবার উদ্দেশ্যে এই গল্প শুনান।

এসময় বাপেক্স কর্মকর্তা প্রকৌশলী ফজলুল হক, জালানি সচিব মো: সাইফুল ইসলাম, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম ও অন্যন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,