সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনের দাবিতে মানববন্ধন করে হিন্দু মহাজোট।

প্রসেন সরকার (নবীগঞ্জ)
দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, মন্দির ভাঙচুর ও ভূমি দখলের প্রতিবাদে এবং জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে রাজধানীসহ দেশের সকল জেলা ও উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
৪ জুলাই রোজ: শুক্রবার সকাল ১০ ঘটিকায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে হিন্দুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, তাদের জমিজমা দখল করা হচ্ছে এবং নারীদের ধর্ষণ ও নির্যাতন করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীনতার মূল চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু আজ আমরা নিজ দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের মন্দির নিরাপদ নয়, আমাদের ঘরবাড়ি নিরাপদ নয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা সংসদে আমাদের প্রতিনিধি চাই, যারা আমাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে পারবেন।”
বিক্ষোভকারীরা ‘মন্দির ভাঙচুর চলবে না, চলবে না’, ‘সংসদে সংরক্ষিত আসন ফিরিয়ে দাও’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। সমাবেশ থেকে সরকারের কাছে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।