সারাদেশ

চৌগাছায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই আটক জেলহাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই ইব্র্রাহীম হোসেন অবশেষে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। হত্যাকান্ডের পরপরই সে পালিয়ে যায়, এরপর পুলিশ একাধিকবার আটকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেও ধরতে পারেনি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পার্শ্ববর্তী ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
থানা সূত্রে জানা গেছে, গত ১৫ জুন উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে ছোট ভাই ইব্রাহীম হোসেন (৪২) তার আপন বড় ভাই রবিউল ইসলামকে (৬০) ধারালো দা দিয়ে কুপি হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় একজনকে (ইব্রাহীম হোসেন) আসামী করে চৌগাছা থানায় হত্যা মামলা হলে পুলিশ তাকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযন চালায়। তবে বার বার সে স্থান পরিবর্তন করায় আটকে পুলিশকে বেশ বেগ পেতে হয়। শনিবার (৪ জুলাই) থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে মহেশপুরের পুড়াপাড়ার একটি বাড়ি হতে আটক করে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সম্পত্তি ও টাকা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। ১৫ জুন এমনই এক বিষয় নিয়ে ছোট ভাই ইব্রাহীম হোসেন তার বড় ভাই রবিউল ইসলামকে গরু জবাই করা ছুরি দিয়ে বুকে আঘাত করলে নিহতের ফুসফুস ছিদ্র হয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হত্যা মামলার একমাত্র আসামীকে ধরতে আমরা বেশ কয়েকবার অভিযান করেও ধরতে পারেনি। শনিবার গোপন সংবাদে মহেশপুর থানা পুলিশকে অবহিত করে পুড়াপাড়া গ্রামে আমরা অভিযান চালায় এবং আসামিকে ধরতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় শিকার করেছে। রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,