কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

লিয়াকত আলী স্টাফ রিপোর্টার (নেত্রকোনা)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের বানাইকোণা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গুরুতর আহত পাঁচ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। তারা হলেন বিল্লাল হোসেন (৫০), জাহাঙ্গীর আলম (৩৫), মামুন মিয়া (১৮), সোহাগ মিয়া (৩৫), মোস্তাফিজুর রহমান (৪০)। তাঁরা সবই একই গ্রামের বাসিন্দা।
আহতদের পক্ষে সোহাগ মিয়া বলেন, আমার চাচাতো ভাই কয়েক মাস আগে প্রতিপক্ষের একজনকে অনলাইন জুয়া খেলতে বাধা দেয়। এ ঘটনায় একই এলাকার ওয়াইফ উদ্দিন ও শফিকুল হকের নেতৃত্বে আমার চাচার দোকান ভাঙচুর করে। এনিয়ে মামলা এখনও চলমান। সেই পুরোনো শত্রুতার জেরে সোমবার সকালে হামলা চালায়। এতে একই গ্রামের ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বিষয়টি দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।