জয়পুরহাটে পৃথক পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছের নিচে চাপা পড়ে একজন, বজ্রপাতে একজন ও ট্রেনের ধাক্কায় একজন মারা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন জানান, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে উপজেলার উচাই বাজার এলাকায় টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল নামে এক ব্যক্তিসহ কয়েকজন আশ্রয় নেন। এসময় সড়কের পাশের একটি আমগাছ ওই টিনের ছাপড়ার উপর ভেঙ্গে পড়ে। এতে বাকীরা লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত সজল মিয়া একই উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
অন্যদিকে, ক্ষেতলাল উপজেলার আলমপুর গোপালপুরের গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে জসিম উদ্দিন (২৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিসুল হকের ছেলে বলে জানা গেছে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুরের রবিদাস পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আক্কেলপুর থানার ওসি মুমিনুল ইসলাম জানান, রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।