সারাদেশ

দেখতে শিশু হলেও বয়স প্রায় ৩০বছর,সংসারের বোঝা একাই টানছেন জয়পুরহাটের আল আমিন

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলার ছাওয়াল পাড়ার মো. আল আমিন (৩০) দেখতে শিশুর মতো হলেও বয়সে তিনি পূর্ণবয়স্ক যুবক । শারীরিক গড়নের কারণে দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।

আল আমিন ২০১০ সালে এসএসসি পাস করেন ছাওয়াল পাড়া দাখিল মাদ্রাসা থেকে। এরপর সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম এবং ২০১৬ সালে ফাজিল (সমমান বিএ) পাস করেন। তবে অভাবের কারণে কামিল শেষ করতে পারেননি ।

কর্মসংস্থানের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে বর্তমানে তিনি শিখছেন মোবাইল মেরামতের কাজ। পাশাপাশি সংসারের হাল ধরতে কচুর বই (সব্জী) বিক্রির ছোট ব্যবসা করছেন। যাতায়াতের জন্য ব্যবহার করেন একটি পুরোনো ভাঙাচোরা সাইকেল।

তিন ভাই ও এক বোনের মধ্যে আল আমিন চতুর্থ। পরিবারটি আর্থিকভাবে খুবই অসচ্ছল। নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন থাকলেও শারীরিক চেহারার কারণে তিনি সমাজে বারবার উপহাসের শিকার হচ্ছেন।

আল আমিন বলেন, দেখতে শিশুর মতো বলে কাজের সুযোগ পাই না। মোবাইল সারানো শিখছি, হয়তো এই কাজ দিয়েই একদিন পরিবারের জন্য কিছু করতে পারব।
আল আমিন আরো বলেন,আমি কাজ করে খেতে চাই কিন্তু আমাকে কেউ কাজ না দেয়ায় আপাততঃ সবজি বিক্রি করে সংসারে সাহায্য করতেছি।
আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাই আমার সাহায্যের কোন প্রয়োজন নেই আমি কাজ করতে চাই,যদি পারেন কেউ আমাকে কাজ দিয়ে সহোযোগিতার হাত বাড়িতে দিন।
আল আমিন মতো এমন অনেকেই আছেন সমাজে যাদের যোগ্যতা থাকা সত্বেও কর্মহীনতায় ভুগছেন হাজারো শিক্ষিত বেকার জীবন।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারাও হতে পারে একজন সফল উদ্যক্তা কিংবা চাকরিজীবী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,