সারাদেশ

উলিপুরে “দূর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং” বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে (চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম) উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীল সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭শে জুলাই) সকাল ১০ ঘটিকায় উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে “ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল-১৯, ও ফ্রী প্রেস আনলিমিটেড এর অর্থায়নে, বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউজের” বাস্তবায়নে ও প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাকির হুসাইন, ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, লাইট হাইজের জেন্ডার বিষয়ক উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, আইসিটি প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলা কো-অর্ডিনেটর রিপকন আলী, উলিপুর উপজেলা কোন-অর্ডিনেটর রোকেয়া খাতুন, ফাইনেন্স এসিসট্যান্ট জেনফার জান্নাত, উলিপুর প্রেসক্লাবের সভাপতি এটিএম মমতাহুল হাসান করিমী, সাধারণ সম্পাদক লক্ষণ সেন গুপ্তসহ আরও অনেক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, দুর্যোগের সময় রিপোর্ট করার সময়, যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ প্রতিবেদনে সাংবাদিক এবং সিএসও-এর ভূমিকা সহ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদনের জন্য অ্যাপ/ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় (চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম) উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৮ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,