কচুয়ায় ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।
এদিন একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোহাঃ সাদেকুল ইসলাম। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান, সরাসরি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরন পাইক,মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।