সারাদেশ

সদরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শিমুল তালুকদার, সদরপুর থেকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী  ইনন্সিটিউশন স্কিম, এসইডিপি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ফরিদপুরের সদরপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ৩৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই (মঙ্গলবার ) সকাল ১১ টায়
উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় এবং ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবু বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন, সমাজসেবা অফিসার কাজী শামীম আহম্মেদ সহ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, মেধাবী শিক্ষার্থীগন,বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে এসইডিপি  স্কিমের আওতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে জাকিয়া সুলতানা বলেন, এই ধরনের পুরস্কার আগামীতে ছাত্রছাত্রীদের মাঝে ভাল ফলাফলে উৎসাহ জোগাবে।তিনি আরো বলেন এই  ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক-প্রতিষ্ঠানকে আরো উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,