সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “বাঘের সংখ্যা বৃদ্ধি,সুন্দরবনের সমৃদ্ধি” এ প্রতিপাদ্যাকে সামনে নিয়ে মঙ্গলবার(২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরারেঞ্জ, সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনার আয়োজনে চিত্রাঙ্কন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের চারটি ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা সহ অন্যান্যদের অংশ গ্রহণে বিকাল তিনটায় সকল কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী। প্রধান অতিথি সুন্দরবনে বাঘের গুরুত্ব ও সুন্দরবন সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন।
বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান সহ অন্যান্য ষ্টেশন কর্মকর্তাবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।