সারাদেশ

সান্তাহারে গাঁজাসহ তিন নারী কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়ানো কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে দুইটি স্কুলব্যাগ ভর্তি দশ কেজি গাঁজা সহ তিন নারী ট্রেন যাত্রীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো কুড়িগ্রাম সদর থানার নতুন রেলস্টেশন এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে কলি বেগম (২৭) শরিয়তপুর জেলার  গোসাইহাটের মাছুয়াখালী গ্রামের রুন্জু মাতব্বরের মেয়ে লামিয়া (২১) ও কুড়িগ্রামের ফুলবাড়ির কাশিপুর কলেজ মোড়ের রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯) আজ বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আজ (৩০ জুলাই) বুধবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ানোর পর ওই ট্রেনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃ নগর এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ বগির ৫৭, ৫৮, ৫৯ সিটে ওই তিন নারী ট্রেন যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু তাদের টিকিট কাটা ছিলো  রংপুর থেকে নাটোর পর্যন্ত। অবৈধ যাত্রী হয়ে আসন দখল করে দুইটি স্কুল ব্যাগে দশ কেজি গাঁজা বহন করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সান্তাহার স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়ানো কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান গাঁজাসহ ওই তিন নারী মাদক কারবারি যাত্রীকে গ্রেপ্তার করেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা খুবই ধূর্ত  মাদক কারবারী। গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা দায়ের করার পর আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,