সারাদেশ

জয়পুরহাটে জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থানের উপর ডকুমেন্টারী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসুচির অংশ হিসেবে জয়পুরহাটে জেলা জামায়াতের উদ্যোগে শহীদ ডা: আবুল কাশেম ময়দান মাঠে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উপর ডকুমেন্টারী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে দেন জেলা জামায়াতের আমীর ও  জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী এ্যাড. মামুনুর রশীদ, শহর শাখার আমীর মাও: আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: মুহা: ইমরান হোসেন, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জেলা ওলামা মাশায়েকের সভাপতি মাও: মাহমুদুল হাসান, ছাত্র শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা ফেরদৌস হোসেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: সাইদুর রহমান, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আলীম, সদর উপজেলা নায়েবে আমীর শাহ আলম, শহর জামায়াতের সেক্রেটারী মাও: মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী, জামায়াত নেতা এ্যাড. আব্দুল মোমেন ফকির প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, দুর্নীতি-চাঁদাবাজ মুক্ত সুন্দর সমাজ গড়তে ইসলামি সংস্কৃতির বিকল্প নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্য পুরনে  কাজ করে যাচ্ছে। এ কাজ সফল করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উপর ডকুমেন্টারী প্রদর্শনী ও উদ্ভাবন সাহিত্য সংস্কৃতিক সংসদের শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,