চাঁদাবাজির প্রমান পেলে রাজনীতি ছেড়ে দিবো যুবদল নেতা শহিদুল

মোঃলিটন চৌধুরী (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
চাঁদাবাজির প্রমান পেলে রাজনীতি ছেড়ে দিবো বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শহিদুল ইসলাম। শুক্রবার বিকেলে এক প্রতিবাদ লিপিতে তিনি জানিয়েছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। বিগত সৈরাচার শেখ হাসিনার আমলে অনেক নির্যাতীত হয়েছি। দুঃসময়ে রাজপথে আনন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছি। একাধিকবার কারাভোগও করেছি।
আমি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২নং সদস্য পদে দায়িত্ব পালন করছি। আমাকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিকে “প্রশাসনের নজরদারিতে চাঁদাবাজরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সংবাদে উল্লেখ করা হয়েছে আমি চাঁদাবাজির সাথে জড়িত।
তার ভাষ্য রাজনৈতিক জীবনে কখনো কোনো সেক্টর থেকে একটি টাকাও তিনি নেননি। নিজের ব্যাক্তিগত অর্থ খরচ করে তিনি রাজনীতি করেছেন। আমি যদি কোথাও থেকে কোনো প্রকার চাঁদা নিয়ে থাকি এমন একটি প্রমাণ কেউ দেখাতে পারলে ঘোষণা দিয়ে রাজনীতি ছেড়ে দিবো বলে জানান তিনি। কে বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই সংবাদটি প্রকাশ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।