সারাদেশ

নৌ-পুলিশের অভিযানে চোরাই পাথরসহ আটক ২

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নৌ-পুলিশের বিশেষ অভিযানে চোরাই পাথরসহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মো.নুরুজ্জামানের ছেলে মো.হেলাল মিয়া (২৭) ও একই উপজেলার বাগানী গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আজিজ (৪০)। আটক দু’জনকে নৌ-পুলিশের মাধ্যমে গতকাল বুধবার সুনামগঞ্জ আদালতে সৌপর্দ করা হয়েছে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদীতে অভিযান চালিয়ে ষ্টিলবডির সাদা সিঙ্গেল পাথরবাহী নৌকা ২ জনকে আটক করা হয়। এসময় নৌকা ভর্তি ১ হাজার ১ শত ঘনফুট সাদা সিঙ্গেল পাথর জব্দ করা হয়। আটককৃতরা সাদা সিঙ্গেল পাথর সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের জানা কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জের সাদা পাথর হতে উক্ত পাথর চুরি করে দিরাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উক্ত ঘটনায় দোয়ারাবাজার থানায় নৌ-পুলিশের এসআই এরশাদ আলী বাদী হয়ে খনি ও খনিজ সম্পদ আইনে একটি মামলা রুজু করা করেছেন।

ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ-পুলিশ নদী পথে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছে। নদীপথ দিয়ে যাতে কোন ধরনের চোরাই পাথর বা বালু পাচার না হয় সেজন্য সর্বদা আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,