সারাদেশ

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের ন্যাশনাল ফুড ভিলেজ অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়।
র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নারী মোসাঃ সারমিন খাতুন (২৪), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর (মাটিকাটা ইউপি) গ্রামের মোঃ রবিউল ইসলামের স্ত্রী।
অভিযানে তার কাছ থেকে হেরোইন ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা অঙ্গীকারবদ্ধ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,