সারাদেশ

পাইকগাছায় মহিলা মাদ্রাসায় ওয়াশ ব্লক এর উদ্বোধন করলেন-ইউএনও মাহেরা নাজনীন 

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছার আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য নির্মিত ওয়াশ ব্লক উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

ওয়াশ ব্লকটি এনজিও সংস্থা ‘নবলোক’-এর উদ্যোগে নির্মিত হয়, যেখানে স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানির জন্য “আরডি” প্রযুক্তির ৬টি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ১৯ লাখ টাকা। উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক শহিদুল ইসলাম। মাদ্রাসার সুপার মো. বাহারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মো. ওমর ফারুক, মনিটরিং অফিসার মো. ইসরান পারভেজ এবং প্রকৌশলী মো. সাজ্জাদ সরদার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,