আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
“দেশী মাছে দেশ ভরি,অভয়াশ্রম গড়ে তুলি” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়ার আদমদীঘি উপজেলাতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
আজ (১৮ আগস্ট) সোমবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুমান অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
এ ছাড়া ও উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মৎস্য ব্যাবসায়ীগণ, মান্যগণ্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।