সারাদেশ

শেরপুরে জেল পলাতক আসামি গ্রেফতার-১! 

মোঃ আমিনুল ইসলাম শেরপুরঃ
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হাজতি মাসুদ রানা ওরফে বিহারী মাসুদ (৩৫)’কে আটক করেছে র‍্যাব-১৪। তিনি শেরপুর শহরের চকপাঠক মহল্লার বাবুল ড্রাইভারের ছেলে। বৃহস্পতিবার রাতে শহরের থানার মোর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে প্রায় ৫১৮ জন হাজতি ও কয়েদীদেরকে পালিয়ে যেতে সহায়তা করে। এই ঘটনায় পলাতকদের গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব। এর‌ই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পলাতক হাজতি মাসুদ রানা ওরফে বিহারী মাসুদ (৩৫) কে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর রাত ২০.৪৫ ঘটিকায় শেরপুর শহরের থানার মোর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তিনি শেরপুর সদর থানার একটি মাদক মামলার নং-৩৪১/২৪ আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,