নওগাঁয় শিশুকে আটক রেখে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার পত্নীতলরা কাদিয়ান গ্রামের ১৩ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে একটি বাসায় রেখে একাধিকবার ধর্ষণের মামলায় আব্দুস সালাম (৩৮) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
রোববার সকালে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।
আব্দুস সালাম জেলার সদর থানাধীন বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকাল তিন ঘটিকার সময় আঃ সালাম জেলার পত্নীতলা থানাধীন কাদিয়াল বাজার হতে আনুমানিক ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার উপর হতে একজন নাবালিকা মেয়েকে সিএনজিযোগে অপহরণ করে নওগাঁ সদর থানাধীন ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের জনৈক মোঃ মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেকে একাধিকবার ধর্ষণ করে। নাবালিকা মেয়ের পিতা পত্নীতলা থানায় অভিযোগ করলে র্যাব উক্ত ভাড়া বাসা হতে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আঃ সালামসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সতেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ রায়ের জন্য দিন ধার্য করেন। আজ আসামিদের উপস্থিতিতে আসামি আঃ সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ড এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাসের রায় পড়ে শুনানো হয় এবং মূল আসামি পূর্ব হতেই হাজতে থাকায় তাকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামী পক্ষে বিজ্ঞ কৌশলি ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।