সিরাজগঞ্জে ৩জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ওয়াসিম সেখ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে একই জেলার ২টি উপজেলার রাজনৈতিক পৃথক মামলায় ৩জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাজিপুর থানার
মাইজবাড়ী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মজনু মিয়া ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ বাচ্চু শেখ ও মোঃ আব্দুল মজিদ।
সিরাজগঞ্জ কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম বলেন, আওয়ামী লীগ নেতা মোঃ মজনু মিয়ার বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ বাচ্চু শেখ ও মোঃ আব্দুল মজিদ কে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।