সারাদেশ

আদমদীঘিতে সার মজুদের দায়ে ব্যাবসায়ির জরিমানা

আবু বকর সিদ্দিকঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির নশরৎ পুর ইউনিয়নের মুরইল বাজারের রাইকালি সড়কে মেসার্স রাফি ট্রেডার্সে অবৈধ ভাবে ১০৭০ বস্ত সার মজুদের দায়ে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী হাজি আশরাফ আলী মৃধা ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে মুরইল বাজার এলাকায় মেসার্স রাফি ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হাজী আশরাফ আলী মৃধাকে অবৈধ ভাবে ১০৭০ বস্তা সার মজুদের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাজী আশরাফ আলী মৃধা উপজেলার নশরৎ পুর ইউনিয়নের মুরইল বাজারের রাইকালি সড়কে মেসার্স রাফি ট্রেডার্সে দীর্ঘ দিন ধরে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবসা করে আসছেন। তিনি ব্যবসার আড়ালে প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার মজুদ করে অধিক মুনাফায় বিক্রি করেন। গোপন সংবাদে মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকালে ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের গুদামে অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা এমওপি, ১৭০ ডিএপি ও ১০০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। সার মজুদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি যথাযথ উত্তর দিতে ব্যর্থ হওয়ায় ওই ব্যবসায়ী কে তাৎক্ষণিক ভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মুরইল বাজারে জব্দকৃত সারের মধ্যে ২৪৫ বস্তুা এমওপি সার ৩২৫ টাকা মূল্য হিসেবে নিলাম জনসাধারণের মাঝে বিক্রয় করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,