সারাদেশ

খালেদা জিয়া-তারেক রহমানই দেশকে নেতৃত্ব দিতে সক্ষম: কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় রাজিব আহসান

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশের ক্রান্তিকালে সুশীল সমাজসহ সব শ্রেণী-পেশার মানুষের আস্থা এখনো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিদ্যমান। দেশপ্রেমিক জনগণ বিশ্বাস করেন, খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকারের দুর্নীতি-লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে উন্নতির শিখরে নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিরাজগঞ্জ পৌরভাসানি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজিব আহসান বলেন, বিএনপি কখনো চরিত্র হনন করে না, কটুক্তি করে না। যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট ও স্বাধীনতা বিরোধী, তারাই নিজেদের অপকর্ম আড়াল করতে অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত মন্তব্যকারীদের জবাব দেওয়া বিএনপি নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব।
তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনো বিএনপিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে। তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। তাই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এ সময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, প্রথম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যোগাযোগ সম্পাদক আব্দুল আলীম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।
সভা যৌথভাবে পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল ও সদস্য সচিব মিলন হক রঞ্জু।
এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী জোয়ারদার, তানভীর সাকিল, আব্দুল বারী ও লিমন তালুকদার। মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ও জেলার সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,