হিন্দু মহাজোটের চেস্টা সফল খিলক্ষেত দুর্গা মন্দিরের জন্য রেলওয়ের জমি হস্তান্তর

হিন্দু মহাজোটের চেস্টা সফল খিলক্ষেত দুর্গা মন্দিরের জন্য রেলওয়ের জমি হস্তান্তর
প্রসেন সরকার, (রিপোর্টার)
২৭ আগষ্ট বুধবার, রাজধানীর রেল ভবনে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে খিলক্ষেত দুর্গা মন্দিরের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণে এই জমি হস্তান্তরকে মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ ছাড়া খিলক্ষেত মন্দির কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড গোবিন্দ চন্দ্র প্রামাণিক সহ শীর্ষ নেতারা, ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুন্ডু তপু ও নেতৃবৃন্দ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, জমি হস্তান্তরের মাধ্যমে মন্দিরের স্থায়ী অবস্থান নিশ্চিত হলো। তারা বলেন, এই উদ্যোগ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দেবে।
এড গোবিন্দ চন্দ্র প্রামাণিক চন্দ্রনাথ মন্দিরে বয়স্কদের চলাচল করার জন্য ক্যাবল-কার দাবি করেন। এবং চন্দ্রনাথ মন্দিরকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক উসকানি না দেওয়া সেদিকে সরকারকে
সচেতন থাকার আহবান জানান।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্দির কমিটিকে জমির প্রয়োজনীয় নথি হস্তান্তর করে। ভবিষ্যতে মন্দির নির্মাণ ও উন্নয়নকাজে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।