সারাদেশ

সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত 

জায়েদ আহমেদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ পৌর শাখার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্ভোদনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০জন চক্ষু রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন। তাদের মধ্যে থেকে ফ্রি অপারেশনের জন্য ৫০জন রোগী  বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।
ফ্রি চক্ষু শিবির উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম কমিনিউটি মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ শেখ গাজী নুরে আলম হামিদি, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি শায়খ নুরুল মুত্তাকিন জুনাইদ, পৌর বনিক সমিতির সহ সভাপতি জনাব কাজী মামুনুর রশিদ, মাধবপুর ইউপি সদস্য মোতাহের আলী, সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ চৌধুরী,  মাহফুজ, প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওঃ লুৎফর রহমান জাকারিয়া , সিনিয়র সভাপতি মাওঃ হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন,
এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আহাদুজ্জামান আলম, সাংবাদিক পিন্টু দেবনাথ, আনহার আলী প্রমুখ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং