পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযান : দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে যৌথবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চন্দনবাড়ী এলাকার মিস্টার ফুড বেকারী এন্ড কনফেকশনারী-এর মালিককে ২০ হাজার টাকা এবং দাড়ীপাড়া গ্রামের নর্থ বেঙ্গল মুড়ির মিল-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
বোদা উপজেলার নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, “অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছিল এবং কোনো ধরনের অনুমোদনও ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।”