সারাদেশ

পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযান :  দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে যৌথবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চন্দনবাড়ী এলাকার মিস্টার ফুড বেকারী এন্ড কনফেকশনারী-এর মালিককে ২০ হাজার টাকা এবং দাড়ীপাড়া গ্রামের নর্থ বেঙ্গল মুড়ির মিল-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
বোদা উপজেলার নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, “অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছিল এবং কোনো ধরনের অনুমোদনও ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,