সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের একেএম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নুরুন্নাহার বেগম, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, প্রেসক্লাব সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোঃ রেয়াজুল ইসলাম, রোইং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশিম, প্রেসক্লাব দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও ইয়াসির আরাফাত।
সভা সূত্রে জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর ‘তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শাহজাদপুর উপজেলার যমুনা নদী বা উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর যে কোনো নিরাপদ স্থানে।
এই প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার নৌকা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে—পানশী নৌকা বিভাগে: সিরাজগঞ্জ ও পাবনা, খেলনা নৌকা বিভাগে: টাঙ্গাইল ও মানিকগঞ্জ ও কোষা নৌকা বিভাগে: চার জেলা একসাথে অংশ নেবে।