সারাদেশ

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্টিত 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শামীম হোসেন, মানিক, বাবুল, আরিফ, সুজনসহ আরও অনেকে।
আলোচনায় শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, শুধুমাত্র পাঠ্যবই মুখস্থ নয়, বরং বাস্তব জীবনে শিক্ষার যথাযথ প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত পড়াশোনা, শিষ্টাচার চর্চা এবং সময়ের সঠিক মূল্যায়নের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন শিক্ষকরা।
সভায় প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে অভিভাবকরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং শিক্ষার্থীদের সমস্যা ও পরামর্শ শিক্ষকদের কাছে তুলে ধরেন।
মতবিনিময় শেষে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং একটি সুন্দর ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,