সারাদেশ

জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ দাখিল  রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ 

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম এর বিরুদ্ধে অনিয়মতান্তিকভাবে ভিজিডি কার্ডের তালিকা প্রস্তুতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এঘটনার সুষ্ঠু তদন্তসহ তাকে দীর্ঘ ৯বছরের কর্মস্থল থেকে বদলী করার জন্য জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরিত অভিযোগপত্র দাখিল হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজাউল করিম বিগত ২০১৭ সালের ২৯ জানুয়ারিতে যোগদান করেন। একই কর্মস্থলে দীর্ঘ ৯বছর অতিবাহিত হওয়ার ফলে তিনি সেবা নিতে আসা নাগরিকদের সাথে দুর্ব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। পরিষদে সেবা নিতে আসা নাগরিকদের সাথে এমন আচরণসহ নানাবিধ দুর্নীতির কারণে জনগণের সেবামুলক প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। এসকল দুর্নীতির পিছনে সহায়ক শক্তি হিসেবে তিনি পরিষদের কিছু কর্মচারীকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বিশেষ করে গত ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকার সুযোগকে তিনি কাজে লাগিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের মদদপুষ্ঠ হিসেবে পূর্ণ একজন একনায়ক স্বৈরাচারের ভূমিকা পালন করছেন। সে ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের অনুকূলে সরকারি বরাদ্দকৃত ভিডব্লিবি কমিটির অনেক সদস্যকে না জানিয়ে এবং সমন্বয় না করে তিনি মনগড়াভাবে ভিজিডি কার্ডের তালিকা প্রস্তুত পুর্বক অসম বিভাজন করেছেন। এতে প্রকৃতদাবীদারদের বাদ দিয়ে ভিজিডি’র এমন বিতর্কিত ও মনগড়া তালিকা প্রস্তুত করায় সমগ্র ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শুধু তাই নয় প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজাউল করিম জন্ম নিবন্ধন, ওয়ারিশিয়ান সনদ ও ট্রেড লাইসেন্স প্রদানেও অতিরিক্ত ফি নিয়ে থাকেন। এতে ইউনিয়নবাসী প্রতিবাদ করলেও তারা কোন প্রতিকার পাননি। ফলে ইউনিয়নবাসী নিরুপায় হয়ে তার সকল অনিয়ম ও দূর্নীতিগুলো তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাকে বদলী করার জন্য গণস্বাক্ষরিত অভিযোগপত্র সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর (৭ সেপ্টেমবর ২০২৫) দাখিল করেছেন। এবং একইসাথে তারা রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বরাবর অনুলিপি দিয়েছেন। এদিকে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজাউল করিম কর্তৃক যে মনগড়া ও মৌখিকভাবে ভিজিডি’র কার্ডধারীদের নাম বাছাই ও মনগড়া তালিকা প্রস্তুত করা হয়েছে তা বাতিল করে উন্মুক্ত পরিবেশে লটারির মাধ্যমে তালিকা প্রস্তুত করার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। এব্যাপারে
জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, গণস্বাক্ষরিত অভিযোগ পেয়েছি,তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,