সারাদেশ

জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টূর্ণামেন্টে জয়পুরহাট ও নওগাঁ জেলার খেলা অনুষ্ঠিত 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে নওগাঁ ও জয়পুরহাট জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নওগাঁ জেলা দল ১-০ গোল করে জয় লাভ করেন। গোল করেছেন নওগাঁ দলের মুন্না।
খেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ন-আহবায়ক এমএ ওহাব প্রমুখ।
এ খেলার দ্বিতীয় পর্বে নওগাঁ জেলার মুখোমুখি হবে জয়পুরহাট জেলা দল নওগাঁ স্টেডিয়ামে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,